Music

Author

নির্বোধ সমাজ

                                                                      



                                                                        নির্বোধ সমাজ


হে নির্বোধ নরসমাজ,
 নরক কুণ্ড বলিয়া হেয় করিলে নারীকে,
তোমরাই তো সেই নারীর গর্বে জন্মিলে।
নারী বলিয়া রাখিয়াছ বাঁধিয়া একদিন

হে সমাজ, কখনো কী পারিবে করিতে শুধ নারীর ঋণ?
যুগ বদল হয়েছে, কিন্ত্ত হয়নি কিছু দুস্টুর মানসিকতা,
যে নারী তোদের জন্ম দিলে;তাঁর প্রতি কেনো তোর এই উদাসীনতা?
যে নারী তোকে বাঁচাতে রূপ নেয় রণ চন্ডিমা ,

আজও কী তোর  চিন্তার বাইরে তাঁর মহিমা?
শত ঝড় ঝঞ্ঝা সহ্য করিয়া বড় করে এই যে তোর মা ,
তবুও কেন এই সমাজে উৎপীড়িত, নির্যাতিত তাঁরা?
তবে কি তোকে বড় করে তোলা তাঁর মহাপাপ?
নাকি তাঁর প্রতি ঈশ্বরের এ কোনো অভিশাপ?
অনেক হইয়াছে, আর নয়,এবার হইবে নারী শক্তির জয়,
এ যুগে নারী বুঝিয়া গিয়াছে তাদের নেই আর ভয়।
সময়ে তাঁরা ত্রিশূল ধরে করে যুদ্ধ জয়,
এ যে  নারী শক্তি; মানবে না কখনও পরাজয়।



                                            -নিবেদিতা মালাকার
নির্বোধ সমাজ নির্বোধ সমাজ Reviewed by Raj Tech Info on April 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.